Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার সাদমান

দেশের ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম পড়ে গেছে। একে একে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন লাল-সবুজের উদীয়মান তরুণ ক্রিকেটাররা। জুনের প্রথম সপ্তাহে খবর এলো, আবু জায়েদ রাহি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর দিন দুয়েক পর জানা গেল, মোসাদ্দেক সৈকত দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। সপ্তাহ ঘুরতেই আর এক তুর্কি তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত গাঁটছড়া বাঁধলেন। আজ শনিবার (২৫ জুলাই) জানা গেল, সাদমান ইসলাম অনিকও গাঁটছড়া বেঁধেছেন।
গতকাল শুক্রবার ঢাকাতেই পারিবারিক আবহে বিয়ের কাজ শেষ করেছেন সাদমান। জীবনসঙ্গী নাশা নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ সেমিস্টারে অধ্যায়নরত। আগে থেকেই তাদের জানাশোনা ছিল। শনিবার (২৫জুলাই) নিজেই বিয়ের খবর দিয়েছেন এই টাইগার টেস্ট ব্যাটসম্যান।
‘গতকালকে বিয়ে করেছি। ওর নাম নাশা আলী। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করছে, শেষ সেমিস্টার। আগে থেকেই আমাদের জানাশোনা ছিল। গতকাল ঢাকায় আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন