সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়া প্রিমিয়ার ক্রিকেটে লীগে কিট ক্যাট বয়েজ ও হামজা ফাইটার্সের জয়

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া ওয়াইএমএ আয়োজিত এবং দিঘলিয়া ক্রীড়া একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় দিঘলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে সেশন ৬ এর আজকে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় কিট ক্যাট বয়েজ এবং হামজা ফাইটার্স জয়ী হয়েছে।

দিনের প্রথম খেলায় কিট ক্যাট বয়েজ ১৬ রানে সুপার সিক্সার্সকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজ। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রাজের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন ক্রীড়া সংগঠক মেহেদী হাসান ও মোঃ রফিকুল ইসলাম।

দিনের অপর খেলায় হামজা ফাইটার্স ১০ ইউকেটের বড় ব্যবধানে রেড স্টারকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সুলতান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সুলতানের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন খান মতিয়ার রহমান ও কে এম আসাদুজ্জমান।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন