সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রাশফোর্ডের নৈপুণ্যে জিতল ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

সতীর্থদের সঙ্গে মার্কাস রাশফোর্ডের গোল উদযাপনসতীর্থদের সঙ্গে মার্কাস রাশফোর্ডের গোল উদযাপন ফুটবল পায়ে কারিকুরি দেখালেন মার্কাস রাশফোর্ড। মাঠের লড়াইয়ে আলো ছড়িয়ে প্রিমিয়ার লিগে পেলেন জোড়া গোল। এ তারকা ইংলিশ স্ট্রাইকারের নৈপুণ্যে ম্যানইউ ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে শেফিল্ড ইউনাইটেডের মাঠ থেকে।

রাশফোর্ডের জোড়া গোলের সঙ্গে আরো একটি যোগ করেন অ্যান্থনি মার্শাল। আর স্বাগতিক শেফিল্ডকে গোল দুটি উপহার দেন ডেভিড ম্যাকগোল্ডরিক।

এ জয়ের সুবাদে কোচ ওলে গুনার শোলসজায়েরের দল উঠে গেছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে রেড ডেভিলরা রয়ে গেল অজেয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন