Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হেরে গিয়ে শিরোপার অপেক্ষা বাড়লো জুভেন্টাসের

ক্রীড়া প্রতিবেদক

ইতালির সিরি আ লিগে টানা নবমবারের মতো শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো জুভেন্টাসের। শুক্রবার রাতে উদিনেজের বিপক্ষে হেরে গিয়ে এই অপেক্ষা বাড়লো তাদের। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে তুরিনের দলটি। মাটাইস ডি লিখট শিরোপাধারীদের এগিয়ে নেয়ার পর সমতা ফেরান ইলিয়া নেস্তোরফস্কি। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন সিকো ফোফানা।
২০১০ সালের পর প্রথমবার ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে জিতল উদিনেজে। লিগের প্রথম পর্বে গত ডিসেম্বরে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্টাস। ৩৫ ম্যাচে ২৫ জয় ও ৫ ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৮০। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে আতালান্তা দ্বিতীয় ও ৭৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তৃতীয় স্থানে আছে।
২০১২ সালের ৬ মে থেকে ইতালির শীর্ষ লিগের চ্যাম্পিয়ন জুভেন্টাস। বৃহস্পতিবার শিরোপা ধরে রাখার ৩ হাজারতম দিনের মাইলফলক স্পর্শ করে প্রতিযোগিতার সফলতম দলটি। উপলক্ষ রাঙাতে পারেনি তারা। অপেক্ষার অবসান হতে পারে পরের ম্যাচেই। নিজেদের মাঠে সাম্পদরিয়াকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সাররির দলের।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন