সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রীতি ক্রিকেট ম্যাচে কেএনএম জয়ী

ক্রীড়া প্রতিবেদক

খুলনা নিউজপ্রিন্ট মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ের (কেএনএম) এস.এস.সি ২০০৯ এর শিক্ষার্থীদের পুনর্মিলন ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর ক্রিসেট জুট মিলস্ মাঠে অনুষ্ঠিত ম্যাচে হাউজিং একাদশকে ৫ রানে হারিয়ে কেএনএম একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। কেএনএম একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে। নির্ধারিত ২০ ওভারের খেলায় নয় উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে হাউজিং একাদশ নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৪ রান করে।

খেলা শেষে মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলন ও প্রীতি ক্রিকেট ম্যাচে ০৯ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন