শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্ক

বাংলাদেশের এখন কী করা উচিত, পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

ভারতের সাবেক তারকা ক্রিকেটার অতুল ওয়াসান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোকে ভারত থেকে সরানোর দাবি না করে এটিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের অধিনায়ক লিটন দাস হিন্দু হওয়ায় এই টুর্নামেন্টকে প্রতীকীভাবে শান্তির বার্তা হিসেবে ব্যবহার করা যেতে পারে। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী ওয়াসান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের এত কাছে এসে ম্যাচ স্থানান্তর করা আইসিসির জন্য বড় ধরনের লজিস্টিক সমস্যা তৈরি করবে। পাশাপাশি তিনি এইও দাবি করেন যে, ভারতে পর্যাপ্ত ও শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশকে এই টুর্নামেন্টকে একটি শান্তির উদ্যোগ হিসেবে দেখা উচিত।

সাবেক এই ভারতীয় পেসার বলেন, ‘এটা আইসিসির জন্য একটি লজিস্টিক দুঃস্বপ্ন। এতদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চলছে, আর এত কাছাকাছি সময়ে এসে কিছু পরিবর্তন করা সম্ভব নয়। ভারতে কোনো নিরাপত্তাজনিত সমস্যা হবে বলে আমি মনে করি না। এখানে শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর তোমাদের অধিনায়ক একজন হিন্দু—বাংলাদেশের উচিত এই টুর্নামেন্টকে উত্তেজনা কমানোর একটি সুযোগ হিসেবে ব্যবহার করা।’

গত বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে, এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই হবে। এই সিদ্ধান্ত নেয়া হয় আইসিসি বোর্ডের একটি ভার্চুয়াল বৈঠকের পর, যেখানে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর জন্য বিসিবির অনুরোধ নিয়ে আলোচনা হয়।

১৯৯০-৯১ সালে ভারতের হয়ে ৪ টেস্ট ও ৯টি একদিনের ম্যাচ খেলা ওয়াসান আরও বলেন, বিসিবির উদ্বেগ আইসিসির অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, শেষ মুহূর্তে ম্যাচ স্থানান্তরের দাবি বাস্তবসম্মত নয়, এবং আইসিসি বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—নির্ধারিত পরিকল্পনা মানতে হবে, না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি থাকবে।

তিনি বলেন, ‘আইসিসি কোনো দলের খেয়ালখুশি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে না। হঠাৎ একদিন চিঠি লিখে ম্যাচ সরানোর দাবি জানানো যায় না। আইসিসি নিশ্চয়ই বলেছে—লাইন মেনে চলুন, না হলে বাইরে চলে যান। বিসিবি এটা জানে।’

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে দেখা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরপর সংবাদ সম্মেলনে তিনি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন যে আইসিসি অনুরোধ প্রত্যাখ্যান করার পরও ভারতে আইসিসি পুরুষদের বিশ্বকাপ ম্যাচ খেলবে না—এই সিদ্ধান্তে বাংলাদেশ অনড়।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, এবং এই আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন