Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সিপিএলে নেই কোন বাংলাদেশী

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ড্রাফটে ছিলেন ১৮ বাংলাদেশি ক্রিকেটার। সোমবার ৬ দলের স্কোয়াড চূড়ান্ত হলেও দল পাননি বাংলাদেশের কেউ। ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ভার্চুয়ালি। দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেলর ও প্রবীন তাম্বের মতো বুড়ো ক্রিকেটার।

ড্রাফট থেকে সবচেয়ে বেশি দামে ভিড়েছেন তিন ক্রিকেটার। এরা হলেন- মোহাম্মদ নবী, সন্দীপ লামিচানে ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেন ডাঙ্ক। তাদের তিনজনকেই কেনা হয়েছে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।

ড্রাফট থেকে দল পাওয়া একমাত্র ইংলিশ ক্রিকেটার হচ্ছেন অ্যালেক্স হেলস। তাকে ৭০ হাজার ডলারে রেখে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রাইডেন্টস। অবিক্রিত থেকেছেন ইংল্যান্ডের ব্যাটিং সেনসেশন টম ব্যান্টন ও অধিনায়ক ইয়ন মরগান। একই দশা হয়েছে শহীদ আফ্রিদিরও।

করোনাকালে সিপিএল শুরু হবে ১৮ আগস্ট। দর্শকহীন স্টেডিয়ামে টুর্নামেন্ট চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

খুলনা গেজেট/আ.এম.আর/এম.এম। 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন