খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল মঙ্গলবার আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন (ইসিই) ৮৮ রানে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে (এসডব্লিউই) পরাজিত করেছে। এছাড়া দিনের অপর ম্যাচে পরিসংখ্যান ডিসিপ্লিন (এসটিএটি) ৮ উইকেটে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনকে (ডিপি) পরাজিত করেছে।
উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইসিই ডিসিপ্লিন ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে, এসডব্লিউই ডিসিপ্লিন ১৩ ওভার দুই বলে সবগুলো উইকেট হারিয়ে ৪৫ রান করতে সমর্থ হয়। দিনের অপরম্যাচে ডিপি ডিসিপ্লিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে, এসটিএটি ডিসিপ্লিন ১০ ওভার চার বলে ২ উইকেট হারিয়ে ৯৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
খুলনা গেজেট/এনএম
