মালদ্বীপ ফুটবল সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মালদ্বীপ ফুটবল ফেডারেশন আগামী জুনে চার জাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল ছাড়াও এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
তবে আমন্ত্রণের চিঠি পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাফুফে। হয়তো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিং করে খেলার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাবেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তবে টুর্নামেন্টটি যেহেতু ফিফা উইন্ডোতে আর এই সময় জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। তাই লিস্টার সিটির তারকা হামজা চৌধুরীকেও পাওয়া সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সম্ভাবনাই বেশি।
১১ জুনে শুরু হবে ৪৮ দলের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপ। এর আগে ১-৯ জুন রয়েছে ফিফা উইন্ডো। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন এই সময়ের মধ্যে চার জাতি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে। ১৯৫০ সালে মালদ্বীপ ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে একটি বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়। যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়েছে। মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষেও টুর্নামেন্ট হয়েছিল। তাতে বাংলাদেশ অংশ নিয়েছিল।
এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে মালয়েশিয়া আর থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। যদি অ্যাওয়ে ম্যাচ না হয়, প্রয়োজনে ঘরের মাঠে খেলার পরিকল্পনা দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।
খুলনা গেজেট/এনএম
