সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নারীদের ফুটবল লিগের শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচ হাতে রেখেই নারী ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রবিবার কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের একাদশ ম্যাচে সাবিনা, কৃষ্ণা, তহুরারা ১৩-১ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে। অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৫ গোল। ৩ গোল করেছেন তহুরা খাতুন। এছাড়া স্বপ্না ২, মারিয়া, শিউলি ও নার্গিস একটি করে গোল করেছেন।

১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে কিংসের মেয়েরা দলকে উপহার দিল ট্রফি। এ নিয়ে বসুন্ধরা কিংস ১১ ম্যাচের সবকটিতেই জিতলো। তাদের শেষ ম্যাচ বাকি এফসি উত্তরবঙ্গের বিরুদ্ধে।

অধিনায়ক সাবিনা খাতুন ১১ ম্যাচে ৩০ গোল করেছেন। কয়েকদিন আগেই তিনি ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন।

বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন করানোর পর সাবিনা বলেন, ‘খুবই মজা লাগছে আমাদের। আমাদের ওপর ক্লাবের আস্থা ছিল। আমরা সেই আস্থার মূল্য দিতে পেরেছি শিরোপা জয় করে। একটি ম্যাচ বাকি আছে। আশা করি শতভাগ জয় দিয়েই শিরোপা উদযাপন করতে পারব।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন