এশিয়া কাপে বাংলাদেশকে শুভকামনা জানালেন ডাচ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

গেল মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ‘নানা বাস্তবতায়’ সেই সিরিজ ১৩ মাস পিছিয়ে গেছে। তাই এশিয়া কাপের নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করে নেওয়ার জন্যই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলেছে বাংলাদেশ।

সিলেটে অনুষ্ঠিত এই সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। তবে প্রথম দুই ম্যাচ জেতায় ২-০ ব্যবধানে সিরিজের ট্রফি উঠেছে বাংলাদেশের হাতেই। আসন্ন এশিয়া কাপের জন্য ব্যাটারদের প্রস্তুতি সে অর্থে হয়নি বলা চলে। তবে প্রথম দুই ম্যাচেই দারুণ করেছেন বোলাররা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশে সংক্ষিপ্ত সফরটি উপভোগ করার কথা জানান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একইসঙ্গে এশিয়া কাপে বাংলাদেশের জন্য শুভকামনাও জানান তিনি।

এডওয়ার্ডস বলেন, ‘এই সফর খুব ভালো লেগেছে আমাদের। খুব উপভোগ করেছি। তারা (বাংলাদেশ) আমাদের দারুণভাবে আপ্যায়ন করেছে। সামনের এশিয়া কাপের জন্য আমি বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে চাই।’

ভারতের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরে অংশ নেবে নেদারল্যান্ডসও। বিশ্ব আসরের আগে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তাদের উপকার করবে বলে মনে করেন ডাচ অধিনায়ক।

তিনি বলেন, ‘আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ হিসেবে এসেছিল। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে আমরা অনেক কিছু নেবো। ভুল শুধরে, কিছু কাজ করে আগামী বছরের বিশ্বকাপে আসব আমরা।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন