বিশ্ববিদ্যালয় দিবসে কুয়েটে প্রীতি ফুটবলে ভিসির গোলে শিক্ষকদের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকদের কাছে হেরেছে শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শিক্ষক দল ২-১ গোলে ছাত্রদের দলকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের পক্ষে একটি গোল করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাকসুদ হেলালী। অপর গোলটি করেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুজ্জামান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাকসুদ হেলালী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন