অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে গঠিত হতে পারে ‘অ্যাডহক কমিটি’।

এমন গুঞ্জন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’ তবে সব গুঞ্জনের ইতি টেনে দিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন!

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বসে বিসিবির বোর্ড সভা। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ, ঢাকায় ঢাকা লিগ নিয়ে জটিলতা, আর সবকিছুর শীর্ষে বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট। এক ঝাঁক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ছিল আজকের এজেন্ডা। তবে সবচেয়ে বড় খবরটা এল নির্বাচন ঘিরেই।

বিসিবি সূত্রে জানা গেছে, সব দোলাচল, গুঞ্জন আর সম্ভাবনার ফাঁক গলে অবশেষে নির্ধারিত সময়েই হবে নির্বাচন। অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে এটি।

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রথম সভা থেকে চার বছর। ২০২১ সালের ৬ অক্টোবর হয়েছিল সর্বশেষ নির্বাচন, আর ৭ অক্টোবর বসেছিল নতুন কমিটির প্রথম সভা। সেই হিসেবেই ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে পরবর্তী নির্বাচন।

অর্থাৎ, সময়ের হিসেবে আর দেরি নেই! মাত্র এক মাস পরই ঢাকায় বাজবে নির্বাচনী দামামা। নির্বাচনের আগে অবশ্য আনুষ্ঠানিক প্রক্রিয়াও রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা, বোর্ড সভাপতির নির্দেশনায় ৩০ দিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করবেন বিজ্ঞপ্তি। সংবিধানের ৯.১, ৯.২ ও ৯.৩ ধারা অনুসারে আহ্বান করা হবে কাউন্সিলরদের মনোনয়ন।

তবে নির্বাচন কেবল নিয়ম রক্ষার বিষয় নয়, বরং এটি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের গতিপথ নির্ধারণের টার্নিং পয়েন্ট। এদিকে, আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন