বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাসৌলোকে হারিয়ে জয়ে ফিরলো এসি মিলান

ক্রীড়া প্রতিবেদক

সিরি’আ লিগের চলতি মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-১ ব্যবধানে সাসৌলোকে হারিয়েছে এসি মিলান। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সাসৌলোর মাঠে ১৯তম মিনিটে মিলানকে এগিয়ে দেন ইব্রা। ৪২তম মিনিটে পেনাল্টি থেকে সোসৌলোকে সমতায় ফেরান ফ্রান্সেসকো কাপুতো। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে মিলানের ব্যবধানটা দ্বিগুণ করেন ৩৮ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার ইব্রা।
এই জয়ের ফলে রোমাকে টপকে লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থান দখল করেছে মিলান। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন