Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গল টেস্টে নতুন পজিশনে দেখা যাবে শান্তকে!

ক্রীড়া প্রতি‌বেদক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করবেন কে? এখানে এনামুল হক বিজয়ের জায়গা মোটামুটি নিশ্চিত। বাকি ওপেনার কে হচ্ছেন? এ নিয়ে রয়েছে বেশ আলোচনা। গুঞ্জন আছে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।

দেশ ছাড়ার আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্ট শুরুর আগের দিন সোমবারও নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট করে কিছু জানালেন না শান্ত। গলে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বললেন, ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই বলতে চাই। কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ। ডেভেলপ করছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারব।’

গলের উইকেট স্পিনবান্ধব ফলে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। স্পিন সামলানো নিয়ে শান্ত বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন