Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাকিস্তানে খেলতে গেলেই বিপদ বিসিবিতে!

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান খেলতে গেলেই বিসিবিতে বিপদ! অনেকটা রসিকতা করেই এমনটা বলছিলেন এক ক্রিকেটপ্রেমী। তবে সেই রসিকতায় যুক্তিও আছে। একটু পেছনের সূত্র ধরেই তিনি বললেন, ‘গত বছর (আগস্টে) জাতীয় দল পাকিস্তান সফরে থাকাকালীন নাজমুল হাসান পাপনের পদত্যাগ, তার জায়গায় সভাপতি হওয়া ফারুক আহমেদের বেলাতেও একই ঘটনা।’

এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে গেলেই বিসিবি সভাপতি পদ হারান বলেও উল্লেখ করেছেন অনেকে। ঘটনাটি কাকতালীয়ভাবে মিলেও যায়।

গত বছর ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল। দিনটা ছিল পাপনের বিসিবি সভাপতি হিসেবে শেষ দিন। ওই দিন তিনি অনলাইন বোর্ড সভায় অংশ নিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। শুক্রবার (৩০ মে) লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু এবারও ক্রিকেট বোর্ডে একই রকম অস্থিরতা। ইতোমধ্যে বিসিবি সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ।

গতকাল ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ। এতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ হারান সাবেক এই টাইগার অধিনায়ক। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বিসিবিতে আসে নতুন নেতৃত্ব।

ফারুক এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। তবে মাত্র ১০ মাসের মধ্যেই পদ হারালেন ফারুক।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন