Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
প্রথম হ্যাট্রিক করে ম্যাচ সেরা মেহেদী হাসান

অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ ফাইনালে খুলনার প্রতিপক্ষ যশোর

ক্রীড়া প্রতিবেদক

‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের ফাইনাল খেলা মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত হবে। খুলনা জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা অনুর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম যশোর অনুর্ধ্ব-১৫ ফুটবল দল।

রবিবার (২৫ মে) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৫ ফুটবলের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হয় খুলনা ও যশোর। খেলায় খুলনা ৫-১ গোলে যশোরকে পরাজিত করে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে খুলনা এবং দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় যশোর।

খেলার শুরুতেই উভয় দল আক্রামন-পাল্টা আক্রমনে যায়। এসময় খুলনা নিজের নিয়ন্ত্রণে নেয় খেলা। একের পর এক আক্রমন করতে থাকে। ভাগ্য তাদের সহায় হয় ২২ মিনিটে। দলের পক্ষে প্রথম গোলটি করেন ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় এজাজ। গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে যশোর। তবে তেমন কোন সুযোগ করতে পারেনি তারা। ১ গোলে পিছিয়ে বিরতিতে যায় যশোর। বিরতি থেকে ফিরেও খুলনার নিয়ন্ত্রণে থাকে খেলা। একের পর এক আক্রমন করতে থাকে তারা। তাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে যশোরের খোলোয়াড়রা। শেষ দিকে যশোরের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সাল যশোরের পক্ষে ব্যবধান কমান।
খুলনা শেষমেশ ৫-১ গোলে বিজয়ী হয়। দলের এবং লীগের প্রথম হ্যাট্রিকের দেখা পায় ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদী হাসান। অন্য গোলটি করেন ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় আফনান করিম।

ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন খুলনার মেহেদী হাসান। তাকে ক্রেস্ট তুলে দেন খুলনা জেলা দলের সাবেক কৃতি ফুটবলার হাফিজুর রহমান হাফিজ। খেলা পরিচালনা করেন রেফারী হিমেল হাসান, শাহাবুদ্দিন, আব্দুল্লাহ রানা ও মাহফুজুর রহমান। ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. এহসানুল হক।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন