Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগে খুলনার জয়

ক্রীড়া প্রতিবেদক

‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের খেলায় জয় পেয়েছে খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। দিনের অন্য ম্যাচটিতে সাতক্ষীরা দল মাঠে উপস্থিত না হওয়ায় খেলা অনুষ্ঠিত হয়নি।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল বনাম নড়াইল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। খেলায় খুলনা অনুর্ধ্ব-১৫ ফুটবল দল ২-১ গোলে নড়াইল অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে পরাজিত করে। খেলার শুরুতেই উভয় দল আক্রামন-পাল্টা আক্রমনে যায়। খুলনা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় খেলা। একের পর এক আক্রমন করতে থাকে। ভাগ্য তাদের সহায় হয় ২১ মিনিটে। দলের পক্ষে প্রথম গোলটি করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় আবিদ হাসান।

গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে নড়াইল। কাঙ্খিত সাফল্য পায় তারা। ৪৩ মিনিটের সময় খেলায় সমতা আনেন নড়াইলের ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় সেলিম শেখ। ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে খুলনা। একের পর এক আক্রমন করতে থাকে তারা। আক্রমন ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় যখন খেলা ড্র মনে করছিল দর্শকরা, তখন খুলনার ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় শরিফ হোসেন গোল করে খুলনার জয় নিশ্চিত করে।

ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন খুলনার আবিদ হাসান। তাকে ক্রেস্ট তুলে দেন খুলনা জেলা দলের সাবেক কৃতি ফুটবলার মো. আতাউর রহমান আতা।

খেলা পরিচালনা করেন শাহাবুদ্দিন, আব্দুল্লাহ রানা, রোকনুজ্জামান রানু ও হিমেল মিয়া।

ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. এহসানুল হক।

শনিবার (২৪ মে) খেলা বন্ধ থাকবে। রবিবার (২৫ মে) জেলা স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল বনাম যশোর অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বিকাল ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাগেরহাট অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম সাতক্ষীরা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন