সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অনূর্ধ্ব-১৮ নারী টি-টুয়েন্টি ক্রিকেটে ঢাকা ও চট্টগ্রামের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ নারী জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দু’টি খেলায় আজ ঢাকা বিভাগ ৯ উইকেটে বরিশাল বিভাগকে এবং চট্টগ্রাম বিভাগ ১০৬ রানের বড় ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করেছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে বরিশাল বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪০ রান সংগ্রহ করে। জবাবে, ঢাকা বিভাগ মাত্র ৫ ওভার এক বলে ১ উইকেট হারিয়ে ৫১ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

এর আগে সকালে চট্টগ্রাম বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে, বরিশাল বিভাগ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করতে সমর্থ হয়।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন