Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী হারলে মোহামেডানই আজ চ্যাম্পিয়ন। তাই মোহামেডানের ফুটবলার ও কোচিং স্টাফ আবাহনীর ম্যাচে ছিল নজর। কুমিল্লায় ফর্টিজের কাছে ২-১ গোলে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাবে শিরোপা উল্লাস হয়৷ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয় ফুটবল লিগে ২০০২ সালের পর৷

আবাহনী আজকের হারের পর ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে আবাহনী জিতলে ও মোহামেডান হারলেও সমস্যা নেই৷ মোহামেডানের ৩৮ পয়েন্ট স্পর্শ করতে পারবে না আবাহনী।

কুমিল্লায় আবাহনী ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে বজ্রপাতের জন্য খেলা স্থগিত ছিল বেশ কয়েক মিনিট। ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফর্টিজ দশ জন নিয়েও লিড বাড়ায়।

আবাহনী এক গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও ২-১ গোলে শেষ হয় খেলা। কুমিল্লায় শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডান ক্লাবে উৎসব শুরু হত।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন