Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভুটানের লিগে মাঠে নেমেই মারিয়ার গোল

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে শুরু হয়েছে ভুটানের নারী ফুটবল লিগ। মনিবার (১০ মে) লিগের প্রথম দিনেই খেলা ছিল থিম্পু সিটির। প্রথম ম্যাচে সানিজাদারা ৪-২ গোলে হারিয়েছে ইউগেন একাডেমিকে।

ভুটানের লিগে বাংলাদেশের দশ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। তিন জনই আজ প্রথম একাদশে ছিলেন। থিম্পুর চার গোলের মধ্যে একটি বাংলাদেশের মারিয়া মান্দা করেছেন। লাল কার্ড পেয়ে মারিয়াদের দল ১০ জন হলেও জয় পেতে কষ্ট হয়নি।

১২ মে ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। সেই দলে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের সর্বাধিক চার জন রয়েছেন পারো এফসিতে। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের প্রথম ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে।

বাংলাদেশ নারী ফুটবল দলের ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার ভুটানে যাওয়া দশ জনের মধ্যে কয়জনকে ডাকেন সেটাই দেখার বিষয়। ১২ ও ১৫ মে দুই দলের ম্যাচে নজর রাখবেন বাটলার।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন