Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শেষ ওয়ানডে পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

গেজেট ডেস্ক 

বৃষ্টির কারণে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার সিরিজের ষষ্ঠ তথা শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। তাই ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ শেষ করল আজিজুল হাকিম তামিমের দল।

সিরিজ হার ঠেকাতে শেষ ওয়ানডেতে জিততেই হতো শ্রীলঙ্কার যুবাদের। এমন সমীকরণে কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে আগে ফিল্ডিং করতে নামে স্বাগতিকরা। ৪০তম ওভারে এসে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮৮ রান। ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন অধিনায়ক তামিম। ৪৮ রানে অপরাজিত ছিলেন রিজন হোসেন। ৩১ রান করেন কালাম সিদ্দিকী। শ্রীলঙ্কার হয়ে নাভোদিয়া, মাথুলান ও রাবিহানসা একটি করে উইকেট নেন।

সিরিজ জিতলেও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম একদিনের ম্যাচে হেরে যায় নাভিদ নাওয়াজের শিষ্যরা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা ৩ জয় তুলে নেয় সফরকারীরা। তাতেই নিশ্চিত হয়, সিরিজ হারছে না বাংলাদেশ। পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ হার ঠেকায় শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওয়ানডে বাতিল হওয়ায় সিরিজ ভাগাভাগি করতে পারল না তারা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন