Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৮শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সাবেক সভাপতি, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ মে) দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদও মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুদকের কর্মকর্তা উপ-পরিচালক সাইদুজ্জামান।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন