Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তেলিগাতী একাদশ

নিজস্ব প্রতিবেদক

খানজাহান আলী থানাধীন গিলাতলায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তেলিগাতী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) মহসেন জুট মিল কলোনী মাঠে অনুষ্ঠিত দিবা নৈশ এ টুর্নামেন্টের সমাপনী খেলায় তেলিগাতী একাদশ টাইব্রেকারে মোল্লাপাড়া একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাত ১২ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলাটি এলাকার বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি; খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি এবাদুল হক রুবায়েত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মো. সাইফুল্লাহ তারেক। বাংলা নববর্ষ উপলক্ষে গিলাতলা দক্ষিণপাড়া যুবসমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।

একই দিন সকাল সাড়ে ৯ টায় ১৬ দলীয় এ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খানজাহান আলী থানা সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম। এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মো. সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা, আনোয়ার হোসেন, শেখ জিয়াউর, শেখ সেলিম আহমেদ, শেখ বিল্লাল হোসেন, ফকির রবিউল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান শাফিন, আল আমিন, মিনা মুরাদ হোসেন, মমতাজ হোসেন, মোল্লা লিমন হোসেন, মোহাম্মদ বাচ্চু শেখ, আবুল কালাম, মো. নাসির উদ্দিন, মোল্লা মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/লিপু/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন