Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৭ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে সেই একই চেহারায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি দল। চা বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে প্রথম দিনেই কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশন শেষে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৫৪ রান। ১০ রানে জাকের আলি ও ৪ রানে হাসান মাহমুদ ব্যাট করছেন।

এই সেশনে ২৬ ওভারে ৭০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২ উইকেটে ৯৮ রান করা বাংলাদেশ পরের ৫৬ রান করতে হারিয়েছে ৫ উইকেট। একে একে ফিরে গেছেন শান্ত (৪০), মুমিনুল (৫৬), মুশফিকুররা (৪)।

মুশফিক-মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানেরা উইকেট অনেকটা ছুঁড়ে এসেছেন। দুজনেই মাসাকাদজার বলে ক্যাচ দিয়েছেন। নাজমুল আর মেহেদী হাসান মিরাজ (১) আউট হন মুজারাবানির শর্ট বলে। তাইজুলকেও ফিরেছেন মাসাকাদজা।

১৩ রানে ৩ উইকেট নিয়ে মাসাকাদজাই সবচেয়ে বেশি ভুগিয়েছেন। দু’টি করে নেন ব্লেসিং মুজারাবানি ও ভিক্টোর নুয়াচি।

এদিকে লাঞ্চের পর বৃষ্টির বাগড়া। সকাল থেকেই সিলেটের আকাশে ছিল মেঘের আনাগোনা। বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম দিন লাঞ্চের সময় তা ঝরে পড়ল বৃষ্টি হয়ে। আপাতত বৃষ্টি থামলেও ভিজে আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।

প্রথম সেশনে ২ উইকেটে ৮৪ রান করে বাংলাদেশ। ৪৩ বলে ৫ চারে ৩০ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ৪৬ বলে দুই চারে মুমিনুল হকের রান ২১।

প্রথম ঘণ্টায় দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। পরের ঘণ্টা আস্থার সঙ্গে খেলেছেন শান্ত ও মুমিনুল। শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শূন‍্য রানে বেঁচে যাওয়া মুমিনুলের বাউন্ডারিতে ৭৭ বলে পঞ্চাশ স্পর্শ করে দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটি।

দু‘টি উইকেটই নিয়েছেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচি।

 

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন