Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

`জুলাই আন্দোলন দমাতে ব্যবহার করা হয় শুটিং ফেডারেশনের অস্ত্র’

গেজেট ডেস্ক

জুলাই মাসের গণআন্দোলনে সাধারণ মানুষের বিরুদ্ধে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৯ এপ্রিল) পল্টন ভলিবল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামুনেশন এবং অস্ত্র ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতায় জুলাই অভ্যুত্থানে মানুষের ওপর গুলি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত কমিটিকে ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের জন্য সময় বেঁধে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রায় এক মাস আগে সময় বাড়ানোর মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো জবাব পায়নি সার্চ কমিটি। এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সার্চ কমিটিকে আরও সময় দেয়া হবে।

ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সার্চ কমিটির আহবায়ক যোবায়েদুর রহমান রানা ও দুই সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.) ও এম এম কায়সার উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটি গঠনের শুরুতেই বিতর্ক তৈরি হলে গত ১ অক্টোবর পুনর্গঠন করা হয় সার্চ কমিটি। দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ৫৫টি। ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে গত বছর ২৬ অক্টোবর। ক্রিকেট বোর্ডের সভাপতিসহ কয়েকজন পরিচালক পরিবর্তন হয়েছে। বাকি ৫৩ ফেডারেশনের কমিটি গঠন হচ্ছে সার্চ কমিটির প্রস্তাবে। ৭ মাসে নতুন কমিটি পাওয়া গেছে ২৬টির।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন