শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

দারুণ জয়ে সমতা ফেরাল ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সময়ও যেন ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। সেই লড়াইয়ে জিতে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের দল। পঞ্চম দিন সকালে তারা টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে গুটিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের। সোমবার ম্যাচের শেষ দিন ১১৩ রানের জয় তুলে নিয়েছে ইংলিশরা। এর ফলে সিরিজে ১-১ সমতা এলো। প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টারে শেষ ম্যাচটি শুরু হবে ২৪ জুলাই।
সোমবার ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ইংল্যান্ড। কিন্তু ১৯৮ রান করে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ব্রুকস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন ব্লাকউড। ইংল্যান্ডের বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ৩টি, ওকস ২টি, স্যাম কুরান ১টি, বেস ২টি ও স্টোকস ২টি করে উইকেট শিকার করেন।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হয় ১৬ জুলাই। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে সিবলি ও বেন স্টোকসের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৬৯ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড।
পরে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২৮৭ রান করে অলআউট হয়। ফলে, প্রথম ইনিংস শেষে ১৮২ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড।
তারপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩১২ রান। ম্যাচের প্রথম ইনিংসে ১৭৬, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৮ রান করায় এবং দুই ইনিংস মিলিয়ে ৩টি উইকেট শিকার করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন