শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপে ফুটবলে বিজয়ী হল যে ৪ দল

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উদযাপনে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা টূর্নামেন্টের আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৪ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বালক বিভাগে খুলনা কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সাতক্ষীরা তালা উপজেলার লক্ষনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

এছাড়া বালিকা বিভাগে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পূর্বমীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মেহেরপুর সদরের শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-২ গোলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার উদয়ন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন