শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

একুশে পদকের জন্য ৩২ জনের নাম পাঠিয়েছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

একুশে পদকের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে মনোনীত করে সংস্কৃতি মন্ত্রণালয় হতে ১১ জনের নাম পাঠানোর জন্য বাফুফেকে বলা হয়েছিল। কিন্তু বাফুফে সবকিছু বিবেচনা করে ৩২ জনের নাম পাঠিয়েছে।

একটা ফুটবল দলের ১১ জনই থাকেন না। পুরো কন্টিনজেন্টে ৩০ জনের বেশি থাকেন। যেখানে ২৩ জনের স্কোয়াডের নাম ম্যাচের দিন ঘোষণা করা হয়। ১১ জন প্রথম একাদশে নামেন, বাকিরা অতিরিক্ত ফুটবলার হিসেবে দলে থাকেন। কিন্তু সেটি বিবেচনা না করে মন্ত্রণালয় হতে ১১ জনের নাম চাওয়া হয়।

বাফুফের সদস্য টিপু সুলতান জানিয়েছেন, তারা সবার নাম পাঠাবেন। মন্ত্রণালয় সুবিবেচনা করবে। টানা দুইবার বাংলাদেশের নারী ফুটবলাররা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। ইতিহাসে এটাই প্রথম এত অল্প বয়সে নারী ফুটবলাররা একুশে পদক পেতে যাচ্ছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন