শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

জাতীয় স্কুল ক্রিকেটে খুলনা জিলা স্কুলের জয়

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় খুলনা জিলা স্কুল ১৭৪ রানের বড় ব্যবধানে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলকে পরাজিত করেছে।

খুলনা জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা জিলা স্কুল ৪২.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৩ রান করে। দলের পক্ষে রহিত রায় সর্ব্বোচ ৫০ রান, সাজিদ আনজাম ৪৬ ও মেহেরাব হোসেন ৩৭ রান করে। ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের সাদাব ১৫ রানে ৩ ও জুনায়েদ ২৭ রানে ৩ উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ কলেজিয়েট স্কুল ২২.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৫৯ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে ত্রিশানজিৎ সর্বোচ্চ ১২ রান করে। খুলনা জিলা স্কুলের মানসিব ২৪ রানে ৭ উইকেট লাভ করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এই ক্রিকেট টূর্নামেন্ট আয়োজন করেছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন