শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরা জেলা আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি

কুষ্টিয়াতে অনুষ্ঠিত জেএফএ কাপ অ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ এ সাতক্ষীরা জেলা আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ায় জেলা দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খান, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শাসম, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাসুদ আলী, মহিলা ফুটবল প্রশিক্ষক আকবর আলীসহ বিজয়ী সাতক্ষীরা জেলা মহিলা অ-১৪ দলের খেলোয়াড়বৃন্দ।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন