সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২
রূপসা প্রেসক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইউএনও

ক্রীড়াচর্চাই যুবকদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারে

নিজস্ব প্রতিবেদক

রূপসা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীরবিক্রম মহিবুল্লাহর ৫৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাবের ক্রীড়া চত্বরে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার, রূপসা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক আকাশ কুমার কুন্ডু। এসময় তিনি বলেন, ক্রীড়াচর্চাই যুবকদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারে। নিয়মিত খেলাধূলা করা একটি ইতিবাচক নেশা। এই নেশায় জড়িত থাকলে কেউ সমাজে অপকর্মসহ অপরাধে যুক্ত হতে পারে না। এ কারনে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হলে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা অত্যাবশ্যকীয়। তিনি বিজয়ের এই মাসে দুই বীরের সন্মানে রূপসা প্রেসক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা পল্লিউন্নয়ন অফিসার, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমন, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, নৈহাটী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ। সভায় সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এসএম মাহবুবর রহমান। রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আ: জব্বার শিবলী ও সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মুঃ আজিম উদ্দীন, খুলনা মহানগর জামায়াতে ইসলামী নেতা মু আলী হোসেন, রূপসা প্রেসক্লাবের সহ সভাপতি আঃ কাদের, রূপসা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাবেক সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, আবু হারুনার রশিদ, কর্ণপুর যুবসংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আঃ সালাম, তহিদুল ইসলাম কচি, হামিদুল হক, এমডি অলিদ শেখ, আকতার খান, বিএম শহিদুল ইসলাম, শাহরিয়ার মানিক, চিত্ত রঞ্জন সেন, রেজাউল ইসলাম তুরান প্রমূখ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন