শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফির জন্য ‘বিশেষ ব্যবস্থা’

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম নেই মাশরাফি বিন মুর্তজার। তবে ইনজুরি থেকে সেরে উঠলে চাইলে যে কোনো দল তাকে দলে নিতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই টুর্নামেন্টে ‘উন্মুক্ত খেলোয়াড়’ হিসেবে থাকছেন মাশরাফি।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মাশরাফির হ্যামস্ট্রিং চোট আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাকে পাওয়া যাবে। তখন কোনো দল চাইলে ওকে নিতে পারবে। আশা করছি, খুব তাড়াতাড়ি সে খেলায় ফিরবে।’ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরার পরিকল্পনা ছিল মাশরাফীর। যে অনুযায়ী অক্টোবরে অনুশীলনও শুরু করেছিলেন। কিন্তু রানিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট হচ্ছে। চার ক্যাটাগরিতে সেখানে রয়েছেন মোট ১৫৭ ক্রিকেটার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন