মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশের সামনে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। সে লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশের পক্ষে আসেনি টসভাগ্য।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। হায়দরাবাদের উইকেটের আচরণ আমলে নিয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। পেসার আর্শদীপের বদলে স্পিনার রবি বিষ্ণোইকে একাদশে রেখেছে তারা।

অন্যদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জাকের আলী এবং মেহেদী হাসান মিরাজের জায়গায় মাহেদী হাসান ও তানজিদ হাসান তামিমকে একাদশে অন্তর্ভুক্ত করেছে সফরকারীরা।

উল্লেখ্য, এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলবেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই ও ময়ঙ্ক যাদব।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন