মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

লিটনের পর মিরাজের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক

২৬ রানে ৬ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে মিরাজ-লিটনে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। সপ্তম উইকেটে দুজনে মিলে ১০০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। লিটন ৫৩ ও মিরাজ ৫০ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬। টেস্টে এটি লিটনের ১৮তম ফিফটি। মিরাজ পেয়েছেন টেস্টের অষ্টম ফিফটি।

মিরাজ-লিটনে বাংলাদেশের ১০০ পার

২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশ কতদূর যাবে সেটিই দেখার বিষয় ছিল। কিন্তু লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুজনের জুটিতে ১০০ পেরিয়েছে সফরকারীরা। লিটন ৪২ ও মিরাজ ৪২ রান নিয়ে উইকেটে আছেন। বাংলাদেশের রান ৬ উইকেটে ১১৫।

এর আগে তৃতীয় দিন সকালেই বাংলাদেশের ব্যাটারদের যমদূত হয়ে আসেন খুররম শেহজাদ ও মীর হামজা। সকালের শুরুতেই দুজনে মিলে বাংলাদেশের ৬ ব্যাটারদের তুলে নেন। খুররম শেহজাদের তোপে একে একে ড্রেসিংরুমে ফিরে গেছেন জাকির হাসান, সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের পথ ধরে মীর হামজার বলে ফিরে গেছেন মুমিনুল হক। এরপর হামজার দ্বিতীয় শিকার হন মুশফিক। খুররমের চতুর্থ শিকার হয়ে ফেরেন সাকিব আল হাসান। ক্রিজে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে পাকিস্তান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন