মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফাইনালে ব্যবধান বাড়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১-০ গোলের লীড নিয়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধ শুরু করে। বিপরীতে স্বাগতিক নেপাল শুরু থেকে গোল পরিশোধে মরিয়া। সেই ধারাবাহিকতায় বেশ কয়েকটি আক্রমণও করে।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে উল্টো লিড দ্বিগুণ করে। বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের বক্সে ফেলা ক্রস বাংলাদেশি ফরোয়ার্ড সতীর্থ মিরাজুলের উদ্দেশ্যে পাঠান। পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো মিরাজুল হেডে বল জালে পাঠাতে ভুল করেননি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর নেপাল স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। বাংলাদেশ এখন আরো আধিপত্য নিয়ে খেলছে। বাংলাদেশ এই নেপালের বিপক্ষে ১-২ গোলে গ্রুপ পর্বে হেরেছিল।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন