মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ভারতের সঙ্গে ৫০ রানে হারের পর প্রেস ব্রিফিংয়ে সাকিব আল হাসান নিজের অবসর সম্পর্কে কথা বলেছেন। সাকিব আল হাসানের বয়স এখন ৩৭। বয়স বিবেচনায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে খেলা ছেড়ে দিবেন কি না, এমন প্রশ্নে সাকিবকে ক্লান্ত মনে হলো। বললেন, আগ্রহ হারালে আর খেলবেন না।

কবে খেলা ছাড়বেন এ বিষয়ে সাকিব বলেছেন, ‘এটাই শেষ কি না, জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তা ছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে। কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়।’

সাকিব আরো বলেন, ‘খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়। তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের ওপরই ছেড়ে দিই।

যখন সময় হবে, তখন সবাই সবকিছু জানতে পারবে।’ সেই সময়টা কবে হতে পারে বলে মনে করেন সাকিব? বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘দল যদি মনে করে, আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয়, দলকেও আমার প্রয়োজন, এ ছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব।’

আগ্রহ যতদিন থাকবে ততদিন খেলতে চাইবেন জানিয়ে সাকিব বলেন, ‘যদি খেলার আগ্রহ হারিয়ে ফেলি এবং খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।’

সাকিব আল হাসান সম্প্রতি টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার থেকে স্থানচ্যুত হয়েছেন। বিশ্বকাপের ম্যাচগুলোতে পূর্ণ কোটা বলও করতে পারেননি সাকিব। ভারতের সঙ্গে ব্যাট হাতে ১১ রান ও ৩ ওভার বল করে ৩৭ রান করে উইকেট নিয়েছেন ১টি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন