মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার এইট শুরু ভারতের

ক্রীড়া ডেস্ক

ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই থেমে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪৭ রানে হার মানে আফগানিস্তান।

বুমরা-অক্ষরদের বোলিং তোপে ৪.১ ওভারে ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান বুমরা। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের উইকেটও তুলে নেন তিনি।

এর মাঝে তিনে নামা ইব্রাহিম জাদরানকে রোহিত শর্মার তালুবন্দি করিয়ে সাজঘরের পথ চেনান স্পিনার অক্ষর প্যাটেল।

এর আগে বার্বাডোজে টস জিতে ব্যাটিং করতে নেমে সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ পর্যন্ত পৌঁছায় ভারত। ৫৩ রানের ইনিংস খেলে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন সূর্যকুমার। আফগানদের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রশিদ খান ও ফজলহক ফারুকি।

খুলনা গেজেট/কেডি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন