মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাওয়েল-রাদারফোর্ডে ঝড়ে ইংল্যান্ডকে ১৮১ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে ১৮১ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার সকালে (২০ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পুরান পাওয়েলের ব্যাটে ভালো পুঁজি পায় ক্যারিবীয়রা।

শুরুতে ব্যাট করে পঞ্চম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে ব্রান্ডন কিংকে ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে। দ্বিতীয় উইকেট জুটিতে নিকোলাস পুরানকে নিয়ে ৪১ বলে ৫৪ রানের জুটি করেন জনসন চার্লস।

৩৪ বলে ৩৮ রান করে মঈন আলির বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ হন এই উইকেটরক্ষক ব্যাটার।

এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েলের দানবীয় ব্যাটিংয়ে তার একার ব্যাট থেকেই থেকে আসে ১৭ বলে ৩৬ রান (৫ ছক্কায়)। লিয়াম লিভিংস্টোনকে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড অঞ্চলে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক। পুরান খেলেন ৩২ বলে ৩৬ রানের ইনিংস।

জোফরা আরচারের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটার। ষষ্ঠ উইকেটে এসে আরও দারুণ জুটি পায় ক্যারিবীয়রা। ১৯ বলে ৩৭ রানের জুটি গড়েন রাদারফোর্ড ও শেফার্ড। রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৮।

জোফরা আর্চার, মঈন আলী, আদিল রশিদ ও লিভিংস্টোন পান একটি করে ইউকেট।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন