মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতকে লড়াইয়ের জন্য ১১১ রানের লক্ষ্য দিলো যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের নাসাউয়ের কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে চলতি বিশ্বকাপে কম চর্চা হয়নি। মুহূর্তে মুহূর্তেই পরিবর্তন হচ্ছে পিচের আচরণ। যার ফলে অনেকেই এই স্টেডিয়ামের পিচকে ‘ভূতুড়ে’ বলেও আখ্যা দিয়েছেন। সেই পিচে এবার ভারতের সামনে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে নবাগত দল যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টির বিচারে তাদের সংগ্রহ মামুলি হলেও নাসাউয়ের পিচের সাম্প্রতিক ম্যাচগুলোর বিচারে লড়াইয়ের মতো পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

বুধবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করেছে যুক্তরাষ্ট্র।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন