শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ছুটির দ্বিতীয় দিনে মিরপুরে অনুশীলনে ৪ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

প্রেসিডেন্টস কাপ শেষে অধিকাংশ ক্রিকেটাররা ছুটিতে থাকলেও মিরপুরে ঐচ্ছ্বিক অনুশীলন করেছেন জাতীয় দলের ৪ ক্রিকেটার তামিম, মিথুন, তাইজুল ও শফিউল। রানিং-স্ট্রেচিং ছাড়াও ব্যাটিং-বোলিংয়ে তারা ঝালিয়ে নিয়েছেন নিজেদেরকে।
সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপটা মোটেও ভালো যায়নি টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকাবালের। নিজে ব্যর্থ ছিলেন ব্যাটে, দলকেও ব্যর্থ হয়েছেন ফাইনালালে তুলতে। তাইতো আসর শেষের দুইদিন বাদেই ঐচ্ছ্বিক অনুশীলনে তিনি ব্যাটিং করেছেন ঘণ্টা খানেক। প্রথমে একাডেমি মাঠে সবশেষ ব্যাট করেন ইনডোরে। তাকে বোলিং করেছেন তাইজুল ও মিথুন।

পরে এই দুই ক্রিকেটার নিজেরাও করেছেন ব্যাটিং অনুশীলন। আরেক ক্রিকেটার শফিউল ইসলাম বোলিং না করলেও ট্রেইনার ইফতির অধীনে করেছেন রানিং।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন