Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় আর্জেন্টিনার ৬০০ হাত লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় আর্জেন্টিনার ৬০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফ্যানস ক্লাবের সমর্থকরা। শনিবার সকালে পুরাতন তালা বি দে সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে এ বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি পরে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রার উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল, মেসি তাঁর প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছেন তারা।

কথা হয় শোভাযাত্রায় অংশ নেওয়া সাফায়েত গাজী, নয়ন ভদ্র, সুমন সরদার, ইমন হাসানসহ আরও অনেকের সঙ্গে। সবাই জানান, ছোটবেলা থেকেই তাঁরা মেসির ভক্ত, আর্জেন্টিনার সমর্থক। তাই তাঁরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সবার প্রত্যাশা, এবার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তাপস সরকার বলেন, আমরা তালা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সমর্থকরা প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবেসে এই আমাদের এই আয়োজন। আমরা আশা করি এ বিশ^কাপও আর্জেন্টিনা ঘরে উঠবে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০০ সমর্থকরা অংশ নেয়।

এর আগে গত শুক্রবার সকালে তালা ব্রাজিল ফ্যানস ক্লাবের সমর্থকরা ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন