Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলো ভারত

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে চার মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডেই সিরিজ খেলার অপেক্ষায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। এবার ভারত নিশ্চিত করলো তাদের অস্ট্রেলিয়া সফর। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। রবিবার আসন্ন এই সিরিজটি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলি।
করোনার প্রকোপের মধ্যে সিরিজটি নিয়ে শঙ্কা ছিল। তবে সৌরভের বক্তব্যে সিরিজটি নিয়ে জটিলতা কেটে গেছে। তবে কোয়ারেন্টাইনের সময়কাল দিয়ে কিছুটা আপত্তি রয়েছে বিসিসিআই সভাপতির।
গাঙ্গুলি বলেছেন, ‘হ্যাঁ, আমরা সফর নিশ্চিত করেছি। আগামী ডিসেম্বরে আমরা সেখানে খেলতে যাব। আমাদের আশা, কোয়ারেন্টিনে থাকার দিন যেন একটু কমানো হয়। কারণ, আমরা চাই না যে, আমাদের খেলোয়াড়রা অত দূরে গিয়ে হোটেল রুমে টানা দুই সপ্তাহ বসে থাকুক। এটা হতাশাজনক ও বিষণ্ণ হতে পারে।’
গাঙ্গুলির ভাষ্য, ‘মেলবোর্ন বাদে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরিস্থিতি বেশ ভালো। আর তাই আমরা সেখানে যাচ্ছি। আশা করছি, কোয়ারেন্টিনের সময় কম হবে এবং আমরা ফের ক্রিকেটে ফিরতে পারব।’

খুলনা গেজেট/রুবেল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন