Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আর্সেনালের বিপক্ষে দারুন জয়ে এগিয়ে টটেনহ্যাম

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে নেই দুই দলের কেউই। তবে পয়েন্ট তালিকা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিলো তাদের। আর্সেনালের বিপক্ষে দারুল এক জয় পেয়ে তাই কিছুটা এগিয়ে থাকলো টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল।
আলেকসঁদ লাকাজেত আর্সেনালকে এগিয়ে নেয়ার পর সমতা ফেরান সন হিয়ুং-মিন। শেষ দিকে জয়সূচক গোলটি করেন টবি আল্ডারভাইরেল্ড। এমিরেটস স্টেডিয়ামে দুই দলের প্রথম পর্বের লড়াই ২-২ ড্র হয়েছিল। ৩৫ ম্যাচে ১৪ জয় ও ১০ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে টটেনহ্যাম। সমান ম্যাচে ১২ জয় ও ১৪ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে আর্সেনাল।

খুলনা গেজেট/রুবেল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন