Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক

মাঠের খেলা শুরুর সপ্তাহ তিনেক আগে বড়সড় এক দুঃসংবাদ পেলো আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনা টেস্টে ১৩ জনের নমুনার ফল পজিটিভ এসেছে। যার ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারে দলটি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলে অংশ নিতে চলতি মাসের ২১ তারিখ আরব আমিরাতে গিয়েছে চেন্নাই দল। আইপিএলের করোনা প্রটোকল মোতাবেক আমিরাতে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে সব দলকে।

সেই নিয়ম মেনে প্রথম ও তৃতীয় দিনে করোনা টেস্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু পঞ্চম দিনের টেস্টে একসঙ্গে ১৩ জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন ভারতীয় পেসার ও বাকি ১২ জন সাপোর্ট স্টাফ ও সোশাল মিডিয়া টিমের অংশ ছিলেন।

তবে ভালো খবর হলো, করোনা পজিটিভ হওয়া ১৩ জনের কেউই শারীরিকভাবে অসুস্থ নন এবং তাদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) স্বাস্থ্য বিশেষজ্ঞের দেয়া পরামর্শ অনুযায়ী সবকিছু করছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

বিসিসিআইয়ের দেয়া প্রটোকল অনুযায়ী, আমিরাতে গিয়ে তিনটি পরীক্ষায় নেগেটিভ আসলেই টুর্নামেন্টের বায়ো সিকিউর বাবলে প্রবেশ করতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। সে মোতাবেক শনিবারই এটি করতে পারত চেন্নাই। কিন্তু বৃহস্পতিবারের ফলাফলে ১৩ জনের করোনা পজিটিভ হওয়ায় এখন আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন