Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ফাইনালে টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ফ্লাডলাইটের আলোয় ম্যাচ বলে ফাইনালের টস নিয়ে আগ্রহ ছিল সবার। সেই টস ভাগ্য এসেছে অস্ট্রেলিয়ার পক্ষে। শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে অনুমিতভাবেই দলটি প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ডকে।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশ অপরিবর্তিত রয়েছে। নিউজিল্যান্ডের একাদশে এসেছে একটি পরিবর্তন। ডেভন কনওয়ে চোটের কারণে ছিটকে পড়ায় একাদশে সুযোগ পেয়েছেন টিম সেইফার্ট।

অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড কোনো দলই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। পাঁচ বার ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া এই ফরম্যাটে এখনও শিরোপা ছুঁতে পারেনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল।

একনজরে দুই দলের একাদশ

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন