Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৩ রান

ক্রীড়া প্রতিবেদক

নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে ভারত বনাম নামিবিয়ার মধ্যকার লড়াই। বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচ, তথচ ভারতের এই ম্যাচকে ঘিরে নেই কোন আকর্ষণ, নেই কোন রোমাঞ্চ। এ ম্যাচ জিতলেও যে বিদায় বলে দিতে হবে অধিনায়ক বিরাট কোহলির দলকে। তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি নিশ্চয়ই জয় দিয়ে রাঙাতে চাইবে ভারত।

ম্যাচে টস জিতে আগে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় ভারত। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে সুবিধা করতে পারেনি নামিবিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৩২ রানে। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ডেভিড ভিসা। জাদেজা আর অশ্বিন দুজনেই নেন সমান ৩টি করে উইকেট। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৩ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নামিবিয়া। স্টেফান বার্ড আর মাইকেল ভ্যান লিংজেন উদ্বোধনি জুটিতে যোগ করেন ৩৩ রান। তবে ১ রানের ব্যবধানে বার্ড ২১ এবং এবং নতুন ব্যাটসম্যান ক্রেইগ উইলিয়ামস কোন রান না করে আউট হলে খানিক পর লিংজেন ফেরেন ১৪ রান করে। জ্যান নিকোল লফটি-ইটন ৫ রানের বেশি করতে না পারলে দলীয় রান পঞ্চাশ ছোয়ার আগে ৪ উইকেট হারিয়ে বসে নামিবিয়া।

পরে ডিভেড ভিসার ২৬ রানের সঙ্গে জ্যান ফ্রাইলঙ্কের অপরাজিত ১৫ ও শেষদিকে রুবেন ট্রাম্পেলম্যান ৬ বলে অপরাজিত ১৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করে ১৩২ রান। এতে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৩ রান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন