Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে । এবারের আসরে এশিয়া থেকে মাত্র একটি দল জায়গা করে নিয়েছে শেষ চারে।

সেই দলটি অনুমিতভাবেই পাকিস্তান, যারা দাপুটে পারফরম্যান্স দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল গ্রুপ টু থেকে। গ্রুপ ওয়ানে সেমিফাইনালের দৌড়ে ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। রান রেটের হিসেবে পিছিয়ে পড়ায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সমান চারটি ম্যাচ জিতেও বাদ পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিতের পর সবার চোখ ছিল গ্রুপ টু এর নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে। একটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত। দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান জিতলে আশা বেঁচে রইত ভারতের।

কিন্তু নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে ভারতের বিশ্বকাপ। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ে এই গ্রুপ থেকে পাকিস্তানের পর নিউজিল্যান্ডই উঠে গেছে সেমিফাইনালে। ভারতের ম্যাচটি তাই এখন কেবলই নিয়মরক্ষার।

গ্রুপ ওয়ান থেকে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড ও রানার-আপ হয়ে অস্ট্রেলিয়া উঠেছে সেমিফাইনালে। গ্রুপ টু থেকে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়ে ও নিউজিল্যান্ড রানার-আপ হয়ে সেমিফাইনালে পৌঁছেছে।

বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ নভেম্বর। ১০ নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, যে ম্যাচের ভেন্যু আবুধাবি। ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

একনজরে সেমিফাইনালের সূচি 

তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময়)
১০ নভেম্বর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড আবুধাবি রাত ৮টা
১১ নভেম্বর পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দুবাই রাত ৮টা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন