Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ে লড়াইয়ে থাকল ভারতও

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ টু এর খেলায় স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। একপেশে ম্যাচে স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৮৬ রানের লক্ষ্য ভারত জিতে যায় মাত্র ৬.৩ ওভারে।

দুবাইয়ে টস হের ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। প্রথম ২ ওভার নির্বিঘ্নে কাটালেও তৃতীয় ওভারে দলটি হারায় ওপেনার ও অধিনায়ক কাইল কোয়েটজার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা।

আরেক ওপেনার জর্জ মানসি এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন। শেষপর্যন্ত ১৭.৪ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে মানসি ২৪ ও মাইকেল লিস্ক ২১ রান করেন।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা তিনটি করে ও জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা জয় এনে দেন উড়ন্ত সূচনা। ব্যাট হাতে দুজনই দারুণ ছন্দে ছিলেন। ৫ ওভারে ৭০ রান জড়ো করে বিদায় নেন রোহিত। তার আগে ১৬ বলে ৩০ রান করেন পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে।

রোহিতের চেয়েও মারকুটে ভঙ্গিতে ছিলেন রাহুল। মাত্র ১৮ বলে পূর্ণ করেন অর্ধশতক। তবে তিনিও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ছয়টি চার ও তিনটি ছক্কায় হাঁকানোর ইনিংস থামে অর্ধশতকের পরপরই।

আফগানিস্তানকে রান রেটের হিসাবে পেছনে ফেলতে হলে ভারতকে ম্যাচ জিততে হত ৭.১ ওভারে। অধিনায়ক বিরাট কোহলির ২ বলে ২ ও সূর্যকুমার যাদবের ২ বলে ৬ রানের অপরাজিত দুই ইনিংসে ভারত জিতে যায় ৬.৩ ওভারেই।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন