বাঁচা-মরার লড়াইয়ে উড়ন্ত সূচনায় এগিয়ে যাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক

ভারতের সেমিফাইনালে খেলা ‘যদি কিন্তু’র ওপর দাঁড়িয়ে। সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় চাই বিরাট কোহলির দলের।

আবুধাবিতে এমন এক মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরুটা ভালোই করেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আর লোকেশ রাহুল দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা।

পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তুলেছে ভারত। রোহিত ২৪ বলে ৩৪ আর রাহুল ১৩ বলে ১৮ রানে অপরাজিত আছেন।

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই হেরে সেমির স্বপ্ন ধূসর হয়ে গেছে ভারতের। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে আফগানিস্তান অনেকটাই এগিয়ে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন